নব্বই দশকের জনপ্রিয় আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জু মারা গেছেন।
শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক হানিফ খান জানিয়েছেন।
কামরুল হাসান মঞ্জুর বয়স হয়েছিল ৬৫ বছর।
আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন কামরুল হাসান মঞ্জু। সে সময় বিভিন্ন মঞ্চে আবৃত্তি করে এরশাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন তিনি।
তার আবৃত্তি করা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়’ ব্যাপক জনপ্রিয় হয়।
চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান জানান, কামরুল হাসান মঞ্জু গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার-এমএমসির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ছিলেন।
রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি যশোর নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।