আনোয়ারা উপজেলার কোরিয়ান কেইপিজেডের ব্যাম্বো হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার রাত আনুমানিক ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে জানিয়েছেন কর্ণফুলীর থানার বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরির্দশক মোহাম্মদ পারভেজ।
তিনি বলেন, রোববার রাত আনুমানিক ১১ টার দিকে আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড এলাকায় ব্যাম্বো হাউসে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমরা ছুটে আসি। আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।