চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ অভিযোগে মোহাম্মদ ইলিয়াছ ইলু (৩১) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ওই এলাকার কোরবান আলীর ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ১৮ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তার স্বামী বিদেশে থাকেন। তাদের চার ছেলে রয়েছে। ইলিয়াছ ইলু তার চাচাতো দেবর। ইলিয়াছ ওই গৃহবধূকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। কয়েকবার প্রতিবাদ করেও লাভ হয়নি। উত্যক্তের মাত্রা আরও বেড়ে যাওয়ায় তিনি পরিবারের মুরব্বীদের বিষয়টি জানান। এতে ইলিয়াছ আরও ক্ষুব্ধ হন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ইলিয়াস তার ভাবি ঘরের বেড়া কেটে ঢুকে ধারালো কিরিচের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে তার চার ছেলে জেগে গেলে ইলিয়াছ পালিয়ে যান।