আনোয়ারা বৈরাগ ইউনিয়নে যুবলীগের আনন্দ র‌্যালী

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আনোয়ারা উপজেলায় নব গঠিত আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বৈরাগ ইউনিয়নে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় এটি অনুষ্ঠিত হয়। বন্দর বধ্যভূমি থেকে বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের অংশগ্রহণে র‌্যালীটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বধ্যভূমিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷

এসময় বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ আবছারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আওয়ামিলীগ নেতা মুজিবুর রহমান বুলু, মোঃ হাসেম, মোঃ খালেক, মোঃ ছবুর, মোঃ ইসমাইল। যুবলীগ নেতা মোঃ মুসা, দস্তগীর, সোলাইমান, নঈম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ কামাল, নাছির, তোফায়েল, মোসলেম উদ্দিন, শ্রমিকলীগ নেতা ইকবাল, কামাল,হাকিম।উপজেলা ছাত্রলীগ নেতা ইলিয়াস, মিঠন, ফারুক, নঈম, সাজ্জাদ প্রমুখ।

এ সময় বক্তরা আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটি উপহার দেওয়ায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপিকে ধন্যবাদ জানান।