আনোয়ারায় ৫ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আনোয়ারা উপজেলার ওষখাইন শাহ্ আলীরজা (রহ.) আলিম মাদ্রাসা ময়দানে ৫ দিনব্যাপী আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদে মাগরিব হতে শুরু হয়েছে। তৃতীয় বারের মতো প্রতি বছরের ন্যায় এ মাহফিলের আয়োজন করে পরৈকোড়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জমাআত। শনিবার দ্বিতীয় দিবসের মাহফিলে সভাপতিত্ব করেন নাছিরাবাদ নূরীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত মাওলানা মীর মোহাম্মদ মঈনউদ্দীন নূরী সিদ্দিকী (মা.জি.আ.)। এতে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা আল্লামা আবুল কাশেম নুরী (মা.জি.আ.)। প্রধান ওয়ায়েজ ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম হযরতুল আল্লামা আলহাজ্ব মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী৷ বিশেষ ওয়ায়েজ ওষখাইন শাহ আলী রজা (রহঃ) আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ আবদুল আলিম আলকাদেরী। মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহজাদা মাওালানা আবদুল কাদের চাঁদ মিয়া। আরও উপস্থিত ছিলেন, প্রস্তুতি কমিটির সচিব হাসান জিয়াউল ইসলাম, ওষখাইন শাহ আলী রজা (র:) আলীম মাদ্রাসার ভারপাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল মনসুর, কো-চেয়ারম্যান শাহজাদা কাজিম উদ্দিন, মো: লোকমান সওদাগর, আজিজুর রহমান, মো: আবু ইউসুফ, মো: আলী, মো: সেলিম, মো: ফেরদৌসুর রহমান বাবু, শাহজাদা মাওলানা নেছার মিয়া, মো: আইয়ুব আলী, মো: সরওয়ার, মো: তৌহিদ, মো: বাহাদুর, মো: বাবুল, মো: আইয়ুব খান, মো: রিফাত, এস.এম মুরাদ, এস.এম মিরু, মো: মিন্টু প্রমুখ।