আনোয়ারা উপজেলার ওষখাইন শাহ্ আলীরজা (রহ.) আলিম মাদ্রাসা ময়দানে ৫ দিনব্যাপী আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে।
তৃতীয় বারের মতো প্রতি বছরের ন্যায় এ মাহফিলের আয়োজন করে পরৈকোড়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জমাআত।
সমাপনী দিবসের মাহফিলে সভাপতিত্ব করেন ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত মোহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি.আ.)।
এতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন।
বিশেষ অতিথি দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী। মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহজাদা মাওালানা আবদুল কাদের চাঁদ মিয়া।
ইসলামের আলোকে বয়ান রাখেন, প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ড. মুফতী মোহাম্মদ আশরাফ আলী সিদ্দিকী। প্রধান ওয়ায়েজ মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আলহাজ্ব এনাম রেজা কাদেরী৷ বিশেষ ওয়ায়েজ জামিরজুরি রজভীয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা আবদুল আলিম নুরী, ওষখাইন আলী রজা (রহ.) আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ আবুল মনছুর রেজভী।
শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়৷