আনোয়ারায় সামাজিক সংগঠন ও অনলাইন সংবাদ মাধ্যম ‘সারা আনোয়ারা’ কর্তৃক আয়োজিত ‘সারা আনোয়ারা’ মেধাবৃত্তি ৭ম পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ মেধাবৃত্তি পরীক্ষায় ৬২ জন শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান রিমলেন্দু,২য় স্থান লাকি সিংহ ও ৩য় স্থান অন্তিম দেব বিজয়ী হয়৷ উত্তীর্ণ ৩জন বিজয়ীর মাঝে পুরস্কার ও বাকী শিক্ষার্থীদের মাঝে শান্তনা পুরস্কার তুলে দেন অতিথিরা৷
এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চৈতালি দাশ, মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম, স্বপ্নবাজ সংগঠনের আহবায়ক এইচ এম নিজাম চৌধুরী, সারা আনোয়ারা সংগঠনের আহবায়ক আব্দুল মালেক চৌধুরী, দ্বীপাল চন্দ্র, নজরুল সাইদ,শহীদ চৌধুরী, মোঃ ওয়াসেল, হাফেজ আতিকুল্লা,ওমর ফারুক, মাসুদ করিম,ইলিয়াছ দিদার,শওকত আলী, মহিউদ্দিন মন্জুর, বক্কর, জুয়েল, সাকিব, ইরফান,শিরিন ফাতেমা,মিনহাজুল আবেদিন, নেজাম, নিজাম, সাজ্জাদ, তসলিম,জাহেদ,রিমন,জাকারিয়া,ওসমান, হাফেজ মিনহাজ, মিনহাজ, জাবেদ প্রমুখ।