আনোয়ারায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
রবিবার বিকেল ৩টায় উপজেলার কেইপিজেড মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ। সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম প্রমুখ।
উদ্বোধনী খেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে বরুমচড়া বনাম বৈরাগ ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে ১ গোলে হারিয়ে জয়লাভ করেন বৈরাগ ইউনিয়ন। পরে বটতলী বনাম রায়পুর ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করেন বটতলী ইউনিয়ন।