আনোয়ারায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করা ও রেস্টুরেন্টে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার অপরাধে ২টি রেস্টুরেন্ট সহ ৯টি দোকানকে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বটতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৯টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী।
এছাড়া ফুটপাতে গড়ে ওঠা বিভিন্ন ফলের দোকানের মালামাল জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী জানান, উপজেলা বটতলী বাজারের সড়কের দুপাশে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠছে এবং অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে ব্যবসা করছে এমন অভিযোগের ভিত্তিতে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, দোকানগুলো তুলে দেই ও জরিমানা করা হয়। এরপরেও এসব জায়গায় পুনরায় দোকান বসিয়ে ব্যবসা করছে খবর পেয়ে আজ আবারো অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদের পর পুনরায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান বসানো হলে জেল ও জরিমানা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।