আনোয়ারায় ইয়াবা ও অস্ত্র সহ এক সন্ত্রাসী আটক

মোহাম্মদ আলী(৪৫)। ছবি প্রতিনিধি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আনোয়ারায় ২ হাজার ইয়াবা ও ১টি এলজি, ২ রাউন্ড ১২ বোর কার্তুজ সহ মোহাম্মদ আলী(৪৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেন পুলিশ।

সোমবার রাত সাড়ে ১টার দিকে উপজেলার হাজীগাঁও চায়না অর্থনৈতিক অঞ্চলে পাহাড় থেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উত্তর হাজীগাঁও গ্রামের ২নং ওয়ার্ড হাজী জালাল আহমদের বাড়ির মৃত জালাল আহমদের পুত্র।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগাঁও চায়না অর্থনৈতিক অঞ্চলের পাহাড়ে অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক কেনা বেচা করার সময় একজনকে আটক করা হয় বাকীরা পালিয়ে চলে যায়।

আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে হাতে থাকা একটি ব্যাগ থেকে ২ হাজার পিচ ইয়াবা ( যার আনুমান মূল্য ৬ লক্ষ টাকা), শরীর থেকে ১টি অস্ত্র, ফায়ারিং পিন ও ২ রাউন্ড ১২ বোর সীসাযুক্ত কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসা করলে পলাতক নাজিম উদ্দীন (৩৫), মোঃ ইলিয়াস (৩২) ও মোঃ নুর হোসেন (৩৩) ব্যাক্তিরা বলে জানান।

আটককৃত ও পলাতক আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ সিপ্লাসকে জানান, আটককৃত আসামি ও পলাতক আসামীরা দীর্ঘ দিন যাবত পাহাড়ী এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসিতেছিল। আটককৃত আসামী ও পলাতক আসামী গণের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের 19-A ধারায় মামলা করা হয়৷ আসামীকে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা করে কোর্টে প্রেরণ করা হয়েছে।