নগরীর খাজা রোডে মহরম উপলক্ষে বারবার জবাই করেও প্রাণ না যাওয়া মোরগটি অবশেষে বুধবার সকালে মারা গেছে। জবাইয়ের ২৪ ঘন্টারপর প্রাণ যায় আলোচিত মোরগটির। প্রাণ যাওয়ার পর মোরগটিকে রান্না না করে দেওয়া হয় কবর ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন ৬ নং পূর্ব শোলশহর ওয়ার্ডের সাবানঘাটা এলাকার নজির আহমেদ খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
মহরম উপলক্ষে আনা একটি মোরগকে বারবার জবাইয়ের পরও প্রাণ না গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোরগটিকে দেখতে ভীড় করে আশে পাশে এলাকার লোকজন ।
মোরগের মালিক নুরুল ইসলাম সিপ্লাসকে বলেন, পবিত্র আশুরা উপলক্ষে ফাতিহা দেওয়ার জন্য মোরগটি কিনেছিলাম। মঙ্গলবার সকালে মোরগটি জবাই করলেও প্রাণ না যাওয়ায় আরো দুইবার জবাই করি, কিন্তু শেষ পর্যন্ত মোরগটি ২৪ ঘন্টা বেঁচে ছিল। বুধবার সকাল ৮ টায় প্রাণ গেলে আমরা রান্না না করে মোরগটিকে কবর দিয়েছি।
এদিকে মোরগকে জবাই থেকে শুরু করে কবর দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল।