জাতীয় পার্টির চলমান অভ্যন্তরীন জটিলতা নিয়ে অবশেষে সমঝোতা করতে বৈঠকে বসেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
শনিবার রাত ৯টার দিকে বারিধারা ক্লাবে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকের মধ্যস্থতা করছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম।
বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবুল হোসেন বাবলা, মাসুদ উদ্দীন, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু ও এসএম ফয়সল চিশতী।